মন ভালো নেই আজকে আমার
মন ভালো নেই কারো
মন ভালো নেই দাদা দাদির
মন ভালো নেই মারও।

মন ভালো নেই ভাইয়া ভাবির
মন ভালো নেই বোনের
মন ভালো নেই নতুন দুলার
মন ভালো নেই কনের।

মন ভালো নেই কামার কুমার
মন ভালো নেই মাঝির
মন ভালো নেই জেলে তাতির
মন ভালো নেই কাজির।

মন ভালো নেই ময়না টিয়ার
মন ভালো নেই ফিঙের
মন ভালো নেই লাউ কুমড়ার
মন ভালো নেই ঝিঙের।

মন ভালো নেই পেঁয়াজ আদার
মন ভালো নেই ঝালের
মন ভালো নেই আম পেয়ারার
মন ভালো নেই তালের।

মন ভালো নেই ফেসবুকেতে
মন ভালো নেই ঘরে
মন ভালো নেই দালান কোঠায়
মন ভালো নেই চরে।