রোজ সকালে ফের দুপুরে
ফের বিকেলে শুনি
মাইকে বাজে মৃত্যু এ'লান
কয় জনের নাম গুনি!
চাচা গেলো সকাল বেলায়
সন্ধ্যা বেলা চাচি
শোকে কাঁদে সন্তানেরা
কেমনে বলো বাঁচি।
বুকের পীড়ায় দাদা গেলো
দাদি গেলো জ্বরে
অল্প বয়সের ভাই হারিয়ে
বোনটা কাঁদে ঘরে।
দীর্ঘ হচ্ছে লাশের মিছিল
মৃত্যু রশি ধরে
আমি তুমি সবাই যাবো
আগে কিংবা পরে।
কোন বাসনায় বাঁধছি বাসা
ভোগের দুনিয়ায়
রোজ আমাকে ডাকছে কবর
আয়রে জলদি আয়।