একটি বছর কেটে গেলো
আছিস রে তুই ঘুমে
জেগে দেখনা সবই আছে
নেই শুধু তুই রুমে।

তোর সাজানো টেবিল আছে
আছে কলম খাতা
রুমের প্রতি ধুলি-কণায়
তোরই স্মৃতি গাঁথা।

তোর বাগানে গাছ উঠেছে
ফুল ফুটেছে কত
রোজ বিকেলে কুকিল ডাকে
হুবহু তোরই মত।

আজও শুনি তোর গাওয়া গান
মিষ্টি মাখা সুরে
যেই সুরে তোর প্রীতি মাখা
সবার হৃদয় জুড়ে।

জাগনারে ভাই ঘুমের থেকে
দিয়ে মুচকি হাসি
একটি কথা বলবো, তোকে
অনেক ভালোবাসি।

.
.

ইসলামী সংস্কৃতিক অঙ্গনের উজ্জল নক্ষত্র। সবার প্রিয় কন্ঠশিল্পী, প্রয়াত মাহফুজুল আলম (রহঃ) এর 'মহাযাত্রা'র একটি বছর অতিবাহিত হলো। তার স্বরণে রচিত কবিতা।
আল্লাহ তায়ালা ভাইটিকে জান্নাতের উচ্চাসন দান করুন। আমিন!