খেলার জন্য মাহফিল বন্ধ
এ কোন আজীব কথা
বিধর্মীরা খেলছে তাতে
তোমার কিসের ব্যথা?

খেলার জায়গায় খেলা চলুক
মাহফিল চলুক সাথে
ঠিকঠাক মত চললে মাহফিল
ক্ষতি কিসের তাতে?

ভিনদেশীদের খেলা নিয়ে
মাতামাতি কত
আসল কর্ম ভুলে গিয়ে
নকল কাজে রত!

আপন দেশের নেই প্রীতি
ভিনদেশীদের মায়া
আসলে তুই পরদেশি ভাই
পাল্টেছে তোর কায়া।