কেমন করে দিন কাটাও ভাই
রমজানে তুই উল্লাসে
মত্ত - স্বাধীন দিন কাটে যার
দিন শেষে পায় গোল্লা সে।
রহমতের সব দিনগুলো তো
ফুরিয়ে গেলো, ও মুমিন!
নেক ফসলে শুধলে কী ভাই
বদ আমলের বিশাল ঋণ?
মাগফিরাতের দিনগুলিতে
ক্ষমার দরজা খুলছে দেখ
গুনার জন্য কাঁদছে যারা
তাদের থেকে একটু শেখ।
সব পাপিদের ডাকেন খোদা
করতে ক্ষমা এই দিনে
মুমিন তাদের আহার ছেড়ে
মাগফিরাতটা নেয় কিনে।
তুই কেন ভাই ডুবে রইলি
পাপের বদ্ধ সাগরে
ভাবিস না কী জোর কদমে
যাচ্ছে যে তোর পা গোরে?