আমি তুমি সবাই দেশের
দেশটা নিয়ে গোসসা কিসের?
অযত্নে তোর আবেগটুকু
কারণ হবে সর্বনাশের।
দেশটা আমার সবার আগে
গড়েছি তা অনেক ত্যাগে
ভিনদেশীদের তরে কেন
তোমার এত দরদ জাগে?
ভারত যদি বন্ধু তোমার
পাকিরা ক্যান শত্রু আমার
বলবে তারা ঘাতক ছিলো
একাত্তরে, দেখলে থু মার?
স্বাধীনতার শত্রু যারা
কেউ বেচে নেই আজকে তারা
ভারত যদি বন্ধু তবে
কলিকাতা ক্যান হাত ছাড়া?
শত্রু হলে মৌসুমি ফল
আমের দাওয়াত পায় কেন বল
উচিত কথায় বলবে তুমি
তুই রাজাকার, চল জেলে চল।