থরে বিথরে বালুর চর
ভাটির দেশের বন-বাওড়
শুভ্র কাশবনে
ব্যগ্র তন-মনে।
এলোচুলে উর্বশী তার
দেয় ছিটিয়ে কান্তি-বাহার
নিত্য নেয় জনে
পুলক মন কোণে।
শ্বেত পরশে দিচ্ছে হাসি
মেঘের ভেলায় ভাসছে শশী
সাদায় সাদায় বেশ
ফুটছে খুশির রেশ।
কাশকনেরা ছুটছে নেচে
ফুলের শোভায় ভীষণ রুচে
উড়ছে মাথার কেশ
হর্ষে নিরুদ্দেশ।
ভাবছি বসে বনের পাশে
শরৎ এলে নদীর দেশে
শুভ্রে সাজায় কে
স্রোষ্টা মহান যে।