দেশের সীমা পেরিয়ে যার
সুনাম বহুদূর
সে আমাদের সবার গর্ব
প্রিয় জাইমা নূর।
মুক্তঝড়া কন্ঠে বাজে
খোদা প্রেমের গান
তার গানে আজ মুগ্ধ সবাই
জুড়ায় মনও প্রাণ।
দেশ বিদেশে শহর গায়ে
তারই কন্ঠ বাজে
সুখ্যাতি তার ছড়িয়েছে
গানের নিখুঁত কাজে।
হঠাৎ করে লক্ষকোটি
ভক্তের হৃদয় নেড়ে
জাইমা বলে, চলে যাবো
সুরের জগত ছেড়ে।
ভিন্নরকম করবে সেবা
দ্বীনের বিধার মেনে
জাইমাকে ফের নিবে সবাই
নতুন করে চিনে।
নতুন করে আসবে ফিরে
বাজবে ভিন্ন সুর
সেই কামনায় বলি সবাই
বিদায় জাইমা নূর।