হাসি কান্নায় কেটে গেলো
হাসপাতালে কতদিন,
রোগীর সাথে রাত কাটিয়ে
দিন কেটেছে ঘুম বিহীন।
সেই কথা আজ নাইবা বলি
আমি ছিলাম বেশ ভালো,
আমার পাশের কত্ত লোকে
দেখছে চোখে ঢের কালো।
পাশের বেডের বর্ষা খালার
কেঁদে চোখের পানি শেষ
একটি মাত্র ছেলে তাহার
মৃত্যু পথে অধো-দেশ।
মা-এর জন্য সকাল বেলা
হস্পিটালে নেয় কেবিন,
দিন পেরোতেই জয়া আপার
কাঁধে ওঠে মার কফিন।
এভাবে আর কয়টা বলি
রোজই এমন দেখতে পাই
সবার চোখে দেখছি পানি
কারো মুখে হাসি নাই।
কেউবা কাঁদে মরন পীড়ায়
কারো পীড়া ক্যান্সারে,
কেউতো কাঁদে সুপ্ত শোকে
নেই তাহার কেউ সংসারে।
হস্পিটালে ঘুরে দেখি
জীবন আমার সুখ কত,
মাথা নুয়ে সিজদাহ করি
শুকরিয়াতে হই নত।