ভয়ে হাত-পা বেঁধে অঙ্কুর
ত্রস্ত রাত-দিন,
ক্ষয়ে আঁকড়া পড়ে ভঙ্গুর
স্বতন্ত্র অনুদিন।
নেই মুক্তি যত যুক্তি সব
শূণ্যে উড়া ফানুস,
শুধু উক্তি কাজে ভুক্তি যব
দৈন্যে ধরা মানুষ।
আটে ফন্দি করে বন্দি যত
মুষ্ঠি উঁচু জাগরী,
আম-গন্ধি জানে নন্দি কত
বাংলা গুমের নগরী।
কত রাত যায় বিনা নিদ্রায়
আসেনা চোখে ঘুম,
কত দিন যায় ভয়ে শঙ্কায়
কখন কে হয় গুম ।