শীতের দিনে আমরা সবাই
রোজ সকালে উঠি
চাদর-কম্বল মুড়ি দিয়ে
রোদ পোহাতে ছুটি।
সূর্যিমামার মিষ্টি রোদে
জমে গল্পের আসর
এই আসরে বসে সকল
পাড়ার শিশু কিশোর।
দাদা-দাদি আসেন ছুটে
খেয়ে শীতের তাড়া
কাঁপতে কাঁপতে শুনি দাদির
আদি শীতের ছড়া।
পিঠে-পুলি পায়েশ সাথে
থাকে চা-ও মুড়ি
তাজা খেজুর রসো খেতে
গাছির পিছে ঘুরি।
চাটাই রেখে দৌড়ে ছুটি
বেলা বাড়ে যখন
হেসে-খেলে, নেচে-গেয়ে
স্কুলে যাই তখন।
দুপুর হলে ফিরি যখন
চিত্রা নদীর ঘাটে
সবাই মিলে গোসল করি
বিকেলে যাই হাটে।
বিকেল হাটের জিলাপিটা
ভীষণ মজা লাগে
তাইতো করি কাড়াকাড়ি
কে খাবে কার আগে।