বৃষ্টিভেজা গোধূলিতে
পড়ছি তোমার চিঠি,
দিল পুলকে কুঁড়ে ঘরটা
ভাবছি বিশাল কুঠি।
মনটা তোমার আদুরে গো
লিখছো লেখার ফাঁকে,
কবির লেখা কবিতা তে
ফুচকা যেন থাকে।
লিখবো নাকি খাবো আগে
ইচ্ছায় অপ্রবাদ,
তুমি বিহীন ফুচকাতে কী
আছে কোন স্বাদ?
ইচ্ছেগুলো যত্নে রেখে
ফুচকা খাওয়ার দিন,
স্বমহিমায় শুধরে দিও
ভালোবাসার ঋণ।