নিজ হাতে রোজ করি,
চটপটি ফালুদা,
বাড়ি জুড়ে হৈ চৈ
রেগে লাল শানু দা।
চড়া দরে দুধ ডিম
রোজ কিনে মশলা,
ভং ছং খেয়ে দেয়ে
মুখে হাত ঘঁষলা?
কথার আগে খাও তো!
খেয়ে বেশ সুনসান,
সেই দিন থেকে শুনি
রোজ করে গুণগান।
ফালুদা, শানু দা
নামে কাজে মিকসার
খেয়ে রোজ ফেসবুকে
ছেড়ে দেয় পিকচার।