ঈদটা তোমার যাচ্ছে ভালো
কাটছে পরম সুখে
কোরমা পোলাও পায়েশ খেয়ে
ফোটছে হাসি মুখে।

ঈদের দিনটা আনন্দেরই
আনন্দেই থাকো
কল্পনাতে নয় শুধু সুখ
আল্পনাতে আঁকো।

তবে কী ভাই মনে রেখো
ঈদের খুশি সবার
ধনি গরীব পায় অধিকার
আনন্দিত হবার।

তোমার খুশি নিও তুমি
ভাগাভাগি করে
ছোটদেরকে আদর সোহাগ
দিও দু হাত ভরে

অল্প কিছু খাবার নিয়ে
যদি তুমি পারো
অনাহারী পরশি তোমার
খবর নিও তারও।