কাজে আমি যেমন তেমন
সমালোচক বেশ
কে বড় আর কে ছোট সব
শব্দাঘাতে শেষ।
ডাক্তার, ডক্টর, জ্ঞানী-গুণী
ধারধারিনা তার,
শিক্ষক-গুরু, আলেম, ইমাম
কাউকে দেইনা ছাড়।
এইতো সেদিন দাওয়াত নিয়ে
খুব ঝেড়েছি নাক,
ওমুক কেন দাওয়াত পেলো
তমুক পায়নি ডাক।
কে বসেছে চেয়ারে আবার
কে বসছে নীচে,
তা নিয়ে তো বেশ করেছি
হুলুস্থূল পিছে।
কে করেছে জিকির মিছিল
কি বলেছে নূর
বক্তা কেন টাকা নিলো
দিয়ে একটু সুর।
আলেম হয়ে মুদির দোকান
নয়তো তোমার শান,
বলেছে এক হাফেজ সাহেব
মলেছি তার কান।
রাজনীতির 'র' না বুঝেও
বিজ্ঞ রাজনীতিক
নিজের নেতার ভুল ভাষণে
চিৎকার করি 'ঠি.....ক'।