অগ্নুৎসবে উড়ছে ছাই
দুষ্টলোকের এ শহরে খুঁজোনা আমায়
যদি ভয়ে আকস্মাৎ পালাই।
চারিদিকে হৈহৈ রব
এ বুঝি চিরে খাবে আমাদের সম্প্রীতি
দাঙ্গার অনলে জ্বলবে সব।
আমি এক মন্ত্রীকে চিনি
ধর্ম নিয়ে ভুলভাল বকে ক্ষেপিয়েছে লোক
নিন্দিত হয়েছে প্রতিদিনই।
তারপর হঠাৎ করে উধাও
ইসলাম নিয়ে চুলকিয়ে রোজ পুরো দেহে
দাউদের মত করেছে ঘাও।
ফের একই কান্ড
দেশে জ্বলছে আগুন এক মন্ত্রীর মন্ত্রে,
নিভাতে গেলে হয় দন্ড।
এভাবে আর কত দিন!
রক্ত ঋণে যাদের সাথে গড়লাম দেশ
আজ তারাই বুঝি সতীন!