লাখ শহীদের রক্ত মাখা
স্বর্গশোভা বাংলাদেশ
ধরাধামের শুভ্র কায়ে
উর্বশীর এক কৃষ্ণকেশ ।
আমার দেশের তরুলতা
সবুজ শ্যামল দূর্বাঘাস
ঋতু চক্রে সোনার ফসল
শ্রেষ্ঠ হতে আর কী চাস?
আরো বলি, শোন তাহলে
শুভ্র কাশে বালুর চর
শরৎ এলে নিখুঁত সাজে
ভাটির দেশের বন-বাঁওড়।
দূর দেশীয়া মেঘ-কনেরা
সাদায় সাজায় নীল গগন
বর্ষা এলে অথৈ জলে
বর্ষণে সে হয় মগন।
শীত সোহাগী আসলে দেশে
আসে রোদে নূর-ঝিলিক
বন-বাদারে বিলে-ঝিলে
নতুন পাখির কি হিড়িক!
হেমন্তের ঐ ধানের ক্ষেতে
পাকে যখন সোনার ধান
কিষাণীদের চিত্তে পুলক
কৃষক সুখে গাইবে গান।
বসন্ততে হয় কী জানো
কৃষ্ণচূড়ায় পন্থ লাল
বউ কথা কও পাখির ডাকে
কিশোর কুমার হয় মাতাল।
গ্রীষ্ম জুড়ে আমের ঘ্রাণ
ময়না শ্যামা গুল ভুলি
নাচে দেদার দাদরা তালে
আরো নাচে বুলবুলি।
আমার দেশে মুগ্ধ সবাই
আনন্দ-গান গায় বসে
আফ্সে মরে ভিনদেশীরা
জন্মে হতাম এই দেশে!