ও টুনির মা শুনছো নাকি!
খুশির ঠ্যালায় দেও তালি,
চাইনিজ রকেট সইরা গিয়া
পড়বো নাকি ইতালী।
তাই বইলা নাচন কত!!
কইত্তে হুনছো এই কথা?
টিভির বোগল গিয়া হুনো
কইতে আছে এক নেতা।
এবার তবে বাইচ্চা গেলাম
ছনের চালের কুঁড়ে ঘর,
চায়না রকেট পড়লে পরে
কইত্তে পাইতাম কুটো খড়।
তবে হুনো!
চালটা বাঁশে বাইন্দা দিও
টিভির কথার ঠিক নাই,
আবার যদি আইসা পড়ে
চায়নাগো তো দিক নাই।