চা-এ আমার ভীষণ নেশা
কফি পেলে বেশ!
দেহ মনের ঝং জড়তা
এক চুমুতেই শেষ।
আমার ছিলো ছয়টি কাপ
পুষ্প শোভা কাচ,
একটি দিদি নিয়ে গেলো
বাকি রইলো পাঁচ।
একটি নিয়ে ভাগনি বলে
এটি আমায় দিন,
কাজের বুয়া ভাঙলো একটি
বাকি রইলে তিন
একটি গেলো হওয়া মিশে
তুলতে গিয়ে জুই,
কে নিয়ে যে পালিয়ে গেলো
বাকি রইলো দুই।
ভাইয়ের ছেলে খাবে নাকি
চা এর কাপে কেক
হাত ফসকে পড়েই চুর্ণ
বাকি রইলো এক
আজ বিকেলে বিড়াল দেখে
ছুটছি পিছুপিছু,
পায় লেগে সেটাও গেলো
বাকি রইলো কিছু?