পলিযুক্ত নিদ্রা আছে;
সুজনেষু দিন ,
বর্ষা দিয়েছে তুলে
তীব্র খরার ঋণ।
দুর্যোগ নিয়েছে ছুটি;
জুটি বেঁধেছে বাদল,
তার সাথে কথা বলে
উগ্র নীরদের জাদল। ।
গগনে আজ নীলত্ব নেই,
নেই ভানু ভাস্কর,
কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা আর
অশ্বিনী মেলা দুস্কর।
দেখ দেখ! বৃক্ষ শাখে
পুষ্পেরা করে নৃত্য,
অঙ্কুর হাতে ফসলের মাঠে
কৃষক মালি ভৃত্য।
সঞ্চিত বারি তুহিন বনে হোক
হিমালয় কিবা কৈলাস,
বর্ষা পেলেই পারায় পারায়
হরদম চলে উল্লাস।
তপ্ত খরায় মরা রোদ্দুর
বর্ষার বড় দরকার,
ফোটায় ফোটায় জোটে যদ্দুর,
আল্লাহ মোদের ছরকার।