ভোর বিহানের পুষ্প সমেৎ
আমার দুটি বোন
মন বাগানে পুলক ছড়ায়
ওরা সারাক্ষণ।

দীপ্তি শিখায় করে ওরা
আলোকিত ঘর
বিষাদ মুখে হাসি বিলায়
আঁধার চরাচর।

জ্ঞাণ গরিমায় সেরা আবার
দুষ্টমিতে খুব
ওদের সাথে দেই বিকেলে
গল্পের নদে ডুব।

ভালোবাসার চাদর টেনে
কাছে রাখি রোজ
মায়া দিয়ে আগলে রাখি
করি হর্ষে ভোজ।

তোরা আমার স্বপ্ন বনু
তোরা আমার সুখ
মন ভরে যায় যখন দেখি
তোদের দুটি মুখ।

বোনরে তোদের পথে আমি
থাকবো হয়ে ঢাল
তোদের সাথে সুখে আমার
কাটুক জীবন কাল।