ঘুমেরা উড়ে গেছে দজলায়
পরশমথিত রাত্রিপাতে,
আক্রোশে চেপে ধরি আস্তরণ
নিশাশোভিত যাত্রাপথে।
প্রতিশোধে অগ্নিরুপ অক্ষি
গাঢ় রাঙায় জ্বল-জ্বল,
চোখে চোখে করাঘাত করি ক্রোধে,
অশ্বেরমত ঊর্জ-স্বল
ঘুমের রুপে আমি প্রেমাহত প্রনয়ী
কোমল পরশনে মোহিত,
ভাবি আসবে শীঘ্র, চেপে ধরবে চোখ
ঔদাসীন্যে হই দাহিত।
আমিও ধরেছি আড়ি, উচিত অস্মিতা
নিদ্রার সাথে করি দ্বন্দ,
ছুড়েছি কম্বল-তাকিয়া, হস্তে অভিধান
শব্দের সাথে খেলি ছন্দ।
ঘুম আসুক কিংবা চলে যাক নিয়ে সব
ছেড়ে যাক যত ভণিতা,
সখ্যতা গড়েছি পদ্যর সাথে, নিবিড় মৈত্রী
তিমির রঙে এঁকেছি কবিতা।
বুকের সীমান্তে কাটাতার, বন্ধ করেছি অর্গল
ফের এলে কলঙ্ক হবে তোর,
নিসর্গের নৈশ শোভা জোৎস্নারমত ডুবে যাক
কবিতায় কাটাবো প্রহর।