ঈমানের তপ্ত খুনে বীর আইয়ুবী আসছে ফিরে
বিজয়ের সূর্য আবার উঠবে রাতের আঁধার চিড়ে।

ইহুদী সন্ত্রাসীরা পালাবে সব ধীরে ধীরে
বিজয়ের সূর্য আবার উঠবে রাতের আঁধার চিড়ে।

মসজিদে আকসা আজি কাঁদছে দেখো ধুকে ধুকে
দখলদার জালিমেরা হানছে আঘাত বুকে মুখে

পবিত্র ভুমিকে আজ করছে নাপাক বেইমানেরা
ছুটে আয় সাহস নিয়ে করতে হবে ওদের তাড়া

প্রতিরোধ করতে ওদের জ্বালাও আগুন শিরে শিরে-ঐ
ইহুদী সন্ত্রাসীরা পালাবে সব ধীরে ধীরে

মুমিনের প্রথম ক্বেবলা আছে সেথায় ঈমান মিশে
মেরাজে বিশ্বনবীর বোরাক থামে যেথায় এসে।

যেখানে ছিলো শত নবী ওলীর পদচারণ
সে মাটি রক্ত দিয়ে করবো মোরা বুকে ধারণ।

খালিদের সৈনিকেরা ধরো সবাই ওদের ঘিরে
ইহুদী সন্ত্রাসীরা পালাবে সব ধীরে ধীরে