বেইন্না হালে উইট্রা দেহি
বউর য়াতে খাতা
উব্বুরাইয়া ল্যাকতে আছে
মনে আহে যা তা।
মোরে দেইক্কা কইলো, ওগো
অইছে কী না দ্যাহেন
মুই কইছলাম, তেইল্যা পোহা
এত্তন সুন্দার ল্যাহেন।
হেল্লেইগ্গা বইন, বউডা আমার
ছ্যাত্তরাইয়া উডি
দরদরাইয়া কানলো, ধইরা
ওস্যা ঘড়ের খুডি।
আচুক্কালে চিক্কইর দিয়া
ধরফরাইয়্যা আইয়া
চেইত্তা কইলো, ল্যাহেন আমনে
মুই থাহুম চাইয়া।
মুই তো বইন ল্যাদা মানু
আডু কাপে ডরে
তত্তুরি হ্যার খাতাডাতে
ল্যাকতে বইছি পরে।
কিন্তু গেদু! কি লেহুম কও
মাতায় কিছ্ছু আহেনা
যাও আহে, বউ রে দ্যাকলে
মাতায় তাও থাহেনা।
(তবুও দোয়া করি)
হক্কিলেই তোমার এক্কান
জামাই যেন আহে
প্রেমের ঠ্যালায় হারা দিনই
হুটকি দিয়া থাহে।
যেইহানেই থাহো বইনা
এ্যাকছের ভালো থাইক্কো
মোরে আর মোর রুহানারে
ম্যালা মনে রাইক্কো।