আমি চাই মুক্ত ডানায়
ভর করে ফের উড়ে যেতে,
আমি চাই ব্যাধি মুছে
সুস্থ সমাজ ফিরে পেতে।
আমি চাই মসজিদেতে
আজান হলে সিজদাহ দিতে,
আমি চাই রোজ সকালে
দলবলে যাই স্কুলেতে।
আমি চাই সহ-পাঠিদের
গল্প-গানে ডুবে যেতে,
আনন্দের দিনগুলো তাই
আবার আসুক যুক্ত হতে।
আমি চাই কুটুমবাড়ি
করবো আড়ি রোজ বেড়াতে,
পাড়াতে বিয়ের আসর
করবে বাসর বর কনেতে।
আমি চাই সবাই মিলে
বিলে-ঝিলে শুকরানাতে,
করোনার বিদায় শুনে
মাহফিল করুক দিনে-রাতে।