রাত্রির আঁধারে নিভে আসে আলো,
দৃষ্টির কিনারে ঝরে অশ্রুর পালক।
নিঃশব্দ শব্দে বেজে ওঠে বেদনা,
স্মৃতির ঘরে বাজে হারানোর তালক।

দিগন্তের মোহ কে টেনে আনে?
স্বপ্ন কি তবে শূন্যতার ছায়া?
নিদ্রা তো কেবল ক্ষণিকের ভ্রম,
মৃত্যুই এক দীর্ঘ বিশ্রাম মায়া।

শিউলি ঝরে, নিভে আসে দীপ,
কন্ঠে বেজে ওঠে নীরবতার সুর।
স্মৃতির পাতায় রংহীন ছবি,
ভুলে যাওয়া কি সত্যিই সহজকুর?

তবু সময় চলে তার আপন পথে,
সব হারানো একদিন হয় ক্ষয়।
তবু কিছু থেকে যায়, ছাপ ফেলে,
দীর্ঘ বিরতিতে স্মৃতি রয়!