শখের মানুষ চলে গেলে, হৃদয় ভেঙে যায়,
ফিরে আসার প্রতীক্ষায়, অশ্রু নদী বইয়ে যায়।
মায়ার বাঁধন কেটে গেলে, শূন্যতা ভরে মন,
স্মৃতির পাতায় লেখা থাকে, অসমাপ্ত প্রেম-গান।
চোখের কোণে জ্বলে ওঠে, হারানোর সেই ব্যথা,
মায়া যে কত ভয়ংকর, বোঝে কাঁদা হৃদয়টা।
যে ভালোবাসা ছিল শখের, সে যেন আগুন জ্বালে,
প্রাণের মাঝে তবুও বাজে, তারই মধুর গানে।
চেষ্টা করেও ভোলা যায় না, সেই মায়াবী মুখ,
যত দূরে থাকো তুমি, ততই বাড়ে সুখের দুখ।
শখের মানুষ বুঝি শুধু, ক্ষণিকেরই খেলা,
হারালে বোঝা যায়, মায়া কত ভয়ংকর ব্যথা।