হৃদয়ের কোণে জমে থাকা অভিযোগের পাহাড়,
যেন শীতল পাথর, করে মন ছাড়খার।
জানি আমি, রাখা ঠিক নয় এই ভার,
তবুও যেন অক্ষম, করি বার বার।
মেনে নেওয়া, সে তো সহজ নয় এত,
ভেঙে যায় মন, হয় শত শত ক্ষত।
তবুও চেষ্টা করি, নিজেকে বোঝাই,
হয়তো এটাই ভাগ্য, হয়তো এটাই চাই।
কিন্তু যদি ক্ষত হয় আরও গভীর,
যদি মনে হয়, নেই আর কোন দিক।
তবে কি দূরে যাওয়া, সেই তো শেষ পথ?
যেখানে নেই অভিযোগ, নেই কোন ক্ষত।
দূরে যাওয়া মানে কি হার মানা শুধু?
নাকি নিজের শান্তি খুঁজে নেওয়া কিছু?
যে পথ চিনি না, সে পথে কি যাবো?
নাকি এখানেই থেকে নিজেকে হারাবো?
অভিযোগ গুলো যদি হয় ন্যায্য,
তবে কি নীরবে সয়ে যাবো আজও?
নাকি বলবো কথা, খুলে দেবো মন,
যাতে হয় সমাধান, হয় কিছু ক্ষরণ?
জানা নেই উত্তর, পথ যেন অন্ধকার,
তবুও চলতে হবে, এই তো আমার ভার।
অভিযোগের বোঝা, হয় মেনে নিতে হয়,
নয়তো দূরে সরে যেতে হয়, নিশ্চয়।