যার কাছে দুঃখ দিতাম, সেও দিল ব্যথা,
বিশ্বাসের সূতো যেন হলো ছাই কথা।
পৃথিবীর দুঃখ ছিল বহু অগণিত,
তার এক ফেলায় সব হলো বিস্মৃত।
কাঁদিতে চেয়েছিলাম, পারিনি আমি আর,
ভেঙে গেছে মন, যেন পাথর ভার।
যে শুনেছিল কান্না, আমার অশ্রু জল,
সে আজ কাঁদায়, যেন নিষ্ঠুর অনল।
অন্যের দুঃখে আমি যে দিতাম হাত,
সে হাতে আজ জ্বালা, যেন বিষ দাত।
কোথায় গেছে সেই স্নেহের স্পর্শ কোমল,
এখন শুধু শূন্যতা, যেন এক কোলাহল।
মনে হয় পৃথিবীটা এক বড় নাটক,
সব চরিত্র এখানে শুধু অভিনয় করে থাক।
কেউ বা হাসে, কেউ কাঁদে, এ তো নিয়তির খেলা,
আমি শুধু দর্শক, দেখি এই মেলা।
তবে কি শেষ হয়ে গেল সব আশা ভরসা?
নাকি আবার জাগবে কোথাও নতুন আলোর রেখা?
যে দিল দুঃখ, তার জন্য নয় অপেক্ষ,
নিজের পথে চলা, এটাই তো সঠিক লক্ষ্য।
তবুও কষ্ট থাকে, স্মৃতি জাগে বারে বার,
যে বিশ্বাস ভেঙেছে, তার নেই তো আর সংস্কার।
তবু আমি বাঁচি, এই তো বড় কথা,
দুঃখের গান গেয়ে, জুড়াই এই ব্যথা।