কবি: জুনাইদ বিন মুহিব

নিশীথ রাতে জ্বলে ওঠে আলো,
অন্তরে যার দীপ জ্বলে কালো।
দুনিয়ার ধুলোয় যে হারিয়ে যায়,
আলো তার কাছে আসে না হায়।

পথের ধারে বসে থাকা ছায়া,
চেয়ে রয় শুধু মিটমিট করে।
আকাশের চাঁদ বলে দেয় কথা,
সত্যের দীপ একদিন জ্বলে।

সেই দীপ যার অন্তরে থাকে,
পথ হারায় না আঁধারের ধাঁধায়।
চলার পথে থাকে যে আলো,
তিনিই তো পাবেন শান্তির ছায়া।

তুমি যদি চাও সে আলো জ্বালো,
অন্তর হতে কালো সরাও।
সত্যের পথে চলো একসাথে,
আলোকধারা ছড়িয়ে পড়ুক বিশ্বমাঝে।