নেই যাকাতের নীতি
জুনাইদ বিন মুহিব

পথশিশুরা পথের দ্বারে কাঁপছে ভীষণ শীতে,
যাদের গায়ে কাপড়ও নেই, নেই কাপড়ের ফিতে।
যে যার মত যায় চলে যায় কেউ বলে না কথা,
নেই মানুষের প্রেম প্রীতি আর নেই তো মানবতা।

পথ ভিখারি হাত পেতে যেই দুই টাকা দাও বলে,
তোমার গায়ে আগুন লাগে পিত্তি কেনো জ্বলে?
মাফ করো আজ; এই বলে হাত দাও ফিরিয়ে খালি,
নাক সিটকিয়ে কেউ তো আবার দেয় শুনিয়ে গালি।

কেউ অভাবে যায় মরে আর কেউ থাকে খুব ভীত,
বিলাসিতায় কেউ অপচয় করে অগণিত।
আজ জগতে গরীবের হক; নেই যাকাতের নীতি,
তার ফলে আজ ঘটছে ভবে মানবতার ইতি।