পড়ন্ত বিকেলে আনমনে
অলস পায়ে হেঁটে চলা
উদ্দেশ্যহীন একাকী পথিক।
চোখে পড়ে নিজের ছায়া,
আপন অকার্যকর শরীরের সাথে
এই ছায়ার খুব একটা পার্থক্য নেই।
সামান্য একটু তফাৎ শুধু-
শরীরের জীবকোষগুলি জীবন্ত
আর ছায়াটিতে জীব কোষের বালাই নেই।
ঠিক লক্ষ কোটি জনতার বোবা জনস্রোতের মতো,
যেখানে স্রোত আছে, তবে তা
অশ্ব খুরের দ্বারা সৃষ্ট গর্তে,
বৃষ্টির পানি জমে থাকারমতো –
বদ্ধ, কলুষিত, মশক ডিম ছাওয়া
দূষিত পানির মতো,
কোন উপকারে আসে না।