কে গো তুমি, স্বপ্ন গাঁথা চারিনী
সত্যে আসা মিষ্টি উপমা রাগিনি
কে গো তুমি, জুঁই পুষ্পের মহারানী
কিশমিশ আঁখিতে কী নিষ্পাপ চাহনি।

কে গো তুমি, ফাল্গুনি বাতাসের পাখি
বসন্ত বিচরনে পিছুটানে এই আমি
কে গো তুমি,ছায়াবৃক্ষের সুখ নিদ্রার সাথী
স্নিগ্ধ হাসিতে ওহে প্রেয়সী কুমারী।

কে গো তুমি,বাম পাশের অধিকারিণী
কেড়ে নেওয়া দৃষ্টির মায়াবী দৃষ্টিরানী
কে গো তুমি,উজ্জ্বল চুলের বিনুনি
অসহ,সাজে ঝলসি গেলো আঁখি।

কে গো তুমি,বঙ্গ শাড়ীর সাজে নারী
আমার চোখে বঙ্গ ললনার পরী
কে গো তুমি, আমার অস্তিত্ব জুড়ে
থাকবে কী বলো?অনন্ত জীবন জুড়ে।

উৎসর্গঃ আমার অস্তিত্ব জুড়ে যার ভালোবাসা।