শত শত মানুষ ছুটছে রাস্তায়
কাঁধে একটা ব্যাগ,চোখে লেগে আছে কল্পনা।
স্বপ্ন কাঁধে নিয়ে হাঁটছে শত মানুষের দল;
পেয়েছে শুধু উত্তপ্ত নগরী,কখনো কাদামাটি জল!
দিন-রাত তারা স্বপ্নের সাথে কথা বলে।
আধমরা স্বপ্নটা হারিয়ে যায় ব্যস্ত ট্রাফিকের ভিড়ে।
তবু তারা দেখে স্বপ্ন,যেতে চায় স্বপ্নের বাড়ী
থেমে নেই স্বপ্নের পথ, থেমে নেই স্বপ্নচারী।
কারও স্বপ্নে আছে ভালো থাকা,
কারও স্বপ্নে দেশ।
নিজের ভিতর কষ্ট রেখে ভাবে তারা,
অন্ধকার কবে হবে শেষ?