আমার প্রিয় ক্যানভাস
আমার কল্পনা,
আমি রোজ কল্পনায়
তোমার ছবি আঁকি।
আমার একমাত্র প্রিয় ছবি
তোমার ঠোঁটের মিষ্টি হাসি,
খুব সাধ করে ভালোবাসা দাম দিয়ে
কিনেছিলাম সেই অমূল্য হাসি
ঘর সাজাবো বলে।
সাজিয়েও ছিলাম টিনের চালের
আমার ছোট্ট ঘরটি।
যান্ত্রিক শহরে যখন ক্লান্ত হয়ে যেতাম
আমি ছুটতাম ঘরটির দিকে,
চাঁদের আলো তখন জানালা দিয়ে
এসে লাগতো ছবির বুকে।
আমি ভাবতাম, এটাই আমার একমাত্র সুখ,
পৃথিবীর সব রঙ ফিকে।
হঠাৎ একদিন অজানা এক বনিক এসে
আমার প্রিয় ছবিটি কিনে নিয়ে গেল শেষে।
বনিক ছবি কিনেছিল ঠিকই
ঘর সাজানো তার হয়নি।
হায়-রে! বনিক!
ব্যর্থ তুমি, মিথ্যে তোমার সওদা,
ব্যর্থ নই তুমি-আমি, আসলে ছবিটিই ছিল সাদা।