আমি হাত চাই-
যে হাতের স্পর্শে
আমার ঘুম অবসর নিবে।
আমি হাত চাই-
যে হাতের অনুকূলে
নাস্তার টেবিল বিন্যস্ত হবে।
আমি হাত চাই-
যে হাত শার্টের উপর টাই বাঁধতে
আমাকে সাহায্য করবে;
সামনে অগ্রসর হয়ে
দরজা খুলে দিয়ে বলবে,
'সাবধানে যেও কিন্তু!'
আমি হাত চাই-
যে হাতের সংস্পর্শে
টেলিফোন আসবে আমার কাছে
ওপাশ থেকে মৃদু স্বরে
সে বলবে আমার কানে,
'দুপুরের খাবার খেয়েছ কি?'
আমি হাত চাই-
যে হাত এসে পড়বে দরজায়;
দরজা খোলার ডাক শুনে।
আমার ঘরে ফেরায় স্বস্তির নিশ্বাস ফেলে
জড়িয়ে ধরবে শক্ত করে।
আমি হাত চাই-
যে হাতের আনুকূল্যে
রাত্রির খাবার হবে নির্বিঘ্নে।
আমি হাত চাই-
যে হাতের স্পর্শে
সুপ্তি হবে স্বস্তিতে।