কোথায় আনন্দ?
আনন্দ লুকিয়ে শিশির ভেজা ঘাসে,
আমি দেখতে পাইনি।
আনন্দ ঝরেছে বৃষ্টির ফোঁটায়,
আমি স্পর্শ করিনি।
আনন্দ ভেসে বেড়িয়েছে সাদা মেঘে,
আমার চোখে পড়েনি।
আনন্দ ছড়িয়ে পরেছে চাঁদের আলোয়,
আমার উপলব্ধি হয়নি।
আনন্দ পড়ে আছে ফাকা রাস্তায়,
আমি কুড়িয়ে আনিনি।
আমি আনন্দ খুঁজেছি
নারীর স্পর্শে,
তাই আনন্দ আজ আমার বিপরীতে!