বাস্তবতাকে মেনে নিতে আমি
সর্বদাই প্রস্তুত ।
এই করুণাহীন -অদৃশ্য বস্তুটাকে জয়ের ক্ষমতা
আমার নেই।
হয়তো এজন্য বস্তুটা অদৃশ্য আঘাত করে
যাচ্ছে প্রতিনিয়ত।
জানি; পিছু ফিরে তাকানোর সময়
আর নেই।
কিন্তু ফেলে আসা অতীত কিছুতেই
পিছু ছাড়েনা।
সুখ; জানি তোর দুচোখ আজ আমাকে
খোঁজে না।
জানি আমার জীবনে তোর পরশের চাদর জড়াতে
ইচ্ছে হয় না।
তবু তোর নিস্তব্ধতা মেনে নিয়ে,তোর পোষণের
পানে তাকাবো।
শুনেছি শত কষ্টের পরে কি-না সুখের
দেখা মেলে।
আমার জীবনে হয়তো মিলবে না সত্য;তবে
শেষ সত্য নয়।