আমি এসে উপস্থিত হয়েছি
মানুষের সমুদ্রে।
যেখানে জলাধিপতির ব্যাখ্যা হার মেনে
দৌড়ে পালাবে।
এখানে আমি আগন্তক,
আগন্তুকও বটে।
আমার উদয়-লগ্নে পেয়েছি এক লেশ অঁচল
এ মহাসমুদ্রের বুকে।
এখানে রয়েছে সভ্যতা : রয়েছে বর্বরতা!
এখানে থাকে জন্ম থেকে হাহাকার,
এখানে চলে আধিপত্যের অহংকার!
কখনো রক্তের রঙে লাল হয় রাজপথ -
এখানে চলে মুক্তির শপথ।
হয়ে উঠতে পারে রক্তপলাশ,
আবার এখানেই মানুষ ছিঁড়ে খায়
মানুষের লাশ।
এখানে পুরুষ রমণীর
শরীরে খুঁজে উপশম।
ভোগের শেষে ভেক-ধরিতে
তাদের হয়না মনের বিভ্রম!
আমি এসে উপস্থিত হয়েছি
মানুষের সমুদ্রে।
আমি অন্তকাল ভেসে বেড়াবো
জনতার সরণিতে।