অচেনা শব্দের ভিড়ে
আমার বাকশক্তি ক্ষীণ হয়ে আসে।
এক অদৃশ্য অসুর
আমার কণ্ঠস্বর অনন্ত সংশয়ে ডুবিয়ে দেয়!
আমার কানের পাশে
অজানা কোনো অশরীরী আত্মার জড়িয়ে আসা
গলার স্বর আমাকে বলে,
"থেমে যাও, চোখ বন্ধ করো, ঘুমিয়ে পড়ো!"
আমার ঘুম গাঢ় হয়ে আসে।
গভীর ঘুমের ঘোরে আমার অন্তর্জ্ঞানীয় প্রাণ
অনুভব করে মায়াবী এক বিভ্রম, বিষণ্ণ দীর্ঘশ্বাস,
পচে যাওয়া শরীরের রোমহর্ষক গন্ধ।
আমি ঘুমের ঘরে চিৎকার করে উঠি!
আমার একান্ত চিৎকার হয়তো
আমার শরীরেই বদ্ধমূল হয়ে থাকে।
তাই তো কোনো সশরীরী স্পর্শ অনুভব করি না!
ঘুমের ঘোরে আমার জাগ্রত নিশ্চল চেতনা
স্পষ্ট বুঝতে পারে,
আমি এক বিস্ময়কর ঘুমে লিপ্ত হয়েছি!
এ আর কিছু নয়-
আমার রাজকীয় অবহেলার পরিণাম।
আমি ধীরে ধীরে অগ্রসর হচ্ছি
অনতিক্রান্ত অভিশপ্ত পশ্চাদ্ধাবনে!