তুমি তো ভেবেছিলে হারিয়ে যাবো আমি
তোমার চিনিয়ে দেওয়া অন্ধকার পথে।
দেখো আজ আমি হারিয়ে কি গেছি?
এখন কি আমি আর তোমায় খুঁজি?
আমি হারাই নি তো, আমি আজো বেঁচে আছি
আমার ধ্রুব ভালোবাসা, কিংবা কবিতার পথে।
এখন ঘৃণার স্বরে গান গাই ঘৃণার কবিতা লিখি
আমার ঘৃণার কবিতার বইয়ের উৎস্বর্গে তুমি!
তুমি মুছে দিতে চেয়েছিলে ভালোবাসার অস্তিত্ব
দেখো আমি আজ লিখছি। ঘৃণায় ভাবছি তোমায়,
কত দিন কেটে গেছে অশ্রু জলের ধারাপাতে
এখন আর আমি কবিতায় খুঁজি না তোমাকে!
থমকে যাওয়া ঘড়ির কাটার মতো আমি থেমে যাইনি
আমি আজো আছি আমার অস্তিত্বের রেখাপথে।
বিষন্নতার রাত্রিতে নিশ্বাস টা আটকে মরে যাইনি
আমি চিরকাল থাকবো, ঘৃণায় তুমিও থাকবে!