দূরত্বের পরিসীমা যদিও মহাবিশ্বের অসীমে গিয়ে ঠেকে তবুও
তুমি আমায় ম্যাসেজ দিও, আমার জন্য শূন্য অনুভূতি নিয়ে হলেও।
যান্ত্রিক বর্জ্যটায় যখন তোমার ম্যাসেজ আসে চিরচেনা  আওয়াজে,
তখন কেমন করে জানি ভিন্ন ভাবে চিনে ফেলি তোমার
ম্যাসেজের শব্দ।

মায়ের শরীরের ঘ্রাণের মতো-ই তোমার ম্যাসেজের শব্দটা আমার
ভীষণ চেনা, অপছন্দনীয় বাংলিশ ধারায় হলেও ম্যাসেজ দিও।
জানো তো তোমার ম্যাসেজ চোখে পড়লে আমার বিষন্নতা সব উবে যায়,
ধূসর মুহূর্ত রাঙিয়ে যায় তোমার ম্যাসেজ; ম্যাসেজ দিতে ভুলো না যেন!

চিঠির যুগ পেরিয়ে গেছে তবে সখ করে চিঠিও দিতে পারো আমায়,
কোনো ক্রমেই যেন আমাদের মাঝে দূরত্বতার কাঁটাতার না জন্মায়।
একখানা কবিতা লেখার অনুপ্রেরণা জানিয়ে হলেও
ম্যাসেজ দিও
কেমন আছি তোমায় ছাড়া তা জানার জন্য হলেও তুমি ম্যাসেজ দিও।