- আচ্ছা বাবা একুশে ফেব্রুয়ারি মানে কি?
- একুশ মানে বাংলা ভাষার পূণর্জন্ম,
  সালাম-বরকতের তাজা রক্তে রাঙা
  রাজপথ এবং কৃষ্ণচূড়ার থোকা।

– বাবা সালাম-বরকত কেন মরেছে?
– নক্ষত্রের জন্ম-ই হয় আলোর পথ
  দেখিয়ে ক্রমান্বয়ে দূর আঁধারে পাড়ি
  জমানোর জন্যে, তাই আলো নিভে যায়।