এই যে আমি কবিতা লিখছি, আকাশ
জুড়ে জোছনার ঢেউ, দক্ষিণা বাতাস,
রাতের দেহে কিছু সুখ-দুঃখের স্মৃতি
রজনীগন্ধায় প্রাক্তনের অনুভূতি।

স্নিগ্ধ রজনীর  বিচিত্র মধুর সুর
উড়ে যায় কল্পনার ভেলা বহুদূর,
জোছনার আলো শিশির হয়ে ঝরছে
প্যাঁচাদের দল একত্রে গান গাইছে।


জোছনা শুষে নেয় সিগারেটের ধোঁয়া
আকাশে কারুকার্যময় মেঘের ভেলা,
প্রেমিকার ছোঁয়া রাতের শীতলতায়
রূপ কথার পরী কাছে ডাকে আমায়।

এই যে কবিতা লিখছি এতো আয়োজনে
কোথায় যাবো সমাপ্তি তে কোন ভুবনে!