ধ্বংসের পথ চলা টা থমকে গেলে ভাবতে বসি; ভালো কেন বেসেছিলাম?
নীল আকাশে তোমায় কেন এঁকেছিলাম? কবিতা কেন লিখেছিলাম?
তুমি তো ছিলে না কখনোই, ছিলো কেবল তোমার ঐ ছায়ার অন্ধকার,
সে-ই অন্ধকার কে স্বর্গের আলো ভেবেছি, ভেবেছি তুমি একান্ত আমার!
অশ্রুজলে কত রাত কত ঝড় কেটে গেলো, নিস্তব্ধ কান্না, উন্মত্ত হাসি,
সকল কিছু পেরিয়ে তুমি কি ভাবছো এখনো তোমায় আমি ভালোবাসি?
কাঁঠালের পাতায় ঝরা শিশিরের মতো আমার ভালোবাসা মিশে গেছে,
ভালোবাসা মরে গেছে তোমার তীব্র ঘৃণা আর অবহেলায়-অপমানে।
মহাবিশ্বের অসীম ক্লান্ত পথে আমি আর খুঁজবো না তোমায় কখনো,
বলবো না ভালোবাসি, গাইবো না গান, লিখবো না তো আর কবিতা কোনো!
আমার যেন চিরকালের জন্য মৃত্যু হয় তোমার পুনর্জন্মের আগে
আমি দেখতে চাই না তোমার মুখ, রাখতে চাই না চোখ তোমার চোখে।