একলা ফেলে যাচ্ছি তোমাকে আমি প্রাণের শহর,
একদিন আবারো ঠাই হবে তোমার উপর।
তবু আজ যেতে হচ্ছে ভীনদেশে বাস্তব পিছুটানে,
এ শহরের প্রেম-ভালোবাসার পিছুটান ফেলে।
তোমার থেকে এ বেলা বিষাদ নিয়ে বিদায় নিলাম
পরের বার যেন পাই প্রেম, প্রেম-চিঠির খাম।
তবু যতটুকু দিলে মন্দ না, কোনো অভিযোগ নাই
কিন্তু তা মনে রেখো পরের বার যেন প্রেম পাই।
ধর্মসাগর পাড়ের আড্ডা-সিগারেটের ধোঁয়ায়
পরের বার যেন আমি বিষাদ গল্প না উড়াই।
কেবল এটুকু চাওয়া তোমার কাছে, নেই আর
অন্য প্রসঙ্গে অভিযোগ, আছে কেবল শূন্যতার।