আজ মাঝরাত থেকে বৃষ্টি হবে
প্রচন্ড বৃষ্টিপাত ভয়ংকর জলোচ্ছ্বাস দক্ষিণ-পশ্চিম কোণ থেকে
ছুটে আসবে গোঁয়ার বাতাস
সমুদ্রবন্দরসমূহকে সতর্কসংকেত
দেখিয়ে যেতে বলা হয়েছে
জাহাজডুবি কনফার্ম
এদিকে ক্যালিফোর্নিয়া থেকে
জনৈক  আগন্তুক ভারী লেন্সের
চশমা জড়িয়ে একটি বহুবর্ণ
প্রজাপতির দিকে
বিলোল তাকিয়ে আছে
মাঝরাতের আগেই স্তিমিত হয়ে পড়বে সানাইয়ের বিসমিল্লাহ খাঁ
অতঃপর লোকোত্তর অন্ধকারে
বর্ণবিধুর সেই প্রজাপতি
ভারী লেন্সের কাছে দ্বিধাহীন
সঁপে দেবে তেইশ বছরের
জমানো আশ্চর্য গোপন
এসবের মধ্যে তেমন নতুনত্ব নেই
এমন হয়েই আসছে দশদিক
সীমাশূন্য ক’রে
সুতরাং একটি নীল রঙের কবিতা
কিংবা ‘চার্বাক লেনে দ্বিভাষিক
পায়ের ছাপ’ রকমের কোনো গ্রন্থ
মেলে ধরতে হবে অক্ষিগোলক বরাবর
আজ মাঝরাত থেকেই।…
একি! হতচ্ছাড়া সূর্যটা
এখনই জ্ব’লে উঠছে কেনো-
তাহলে কি মাঝরাত শেষ হয়ে গেছে!