ত্রিকাল দর্শন নিয়ে দাঁড়িয়ে থাকে যদি
পিতৃদত্ত ঘরদোর স্বরচিত অধিবাস
নিয়নের আলো মেপে বয়ে তো আনবে ঢের
প্রতারিত সুখ স্মৃতি বিজন বিরোধ।
এমনও হয় নাকি- বিভোর স্বপ্ন ভুলে
ঢেউয়ের আড়ালে ঢেউ লুকিয়ে থাকে আহা
প্রকাশিত ঢঙে,অথৈ জলের ঘোরে
ডূবে যায়,ডুবে গেলে
পৃথিবীতে নেমে আসে অবহেলা
কী দারুণ অপবাদে
নিশ্চুপ ভেসে থাকে জোছনার খরা।
হলোই তো এরকম- পিতৃদত্ত ঘরদোর
স্বরচিত অধিবাস সফল জোছনা নিয়ে
ভরাডুবি হলো
আর সশস্ত্র আঁধার খুব অযাচিত কালো রাতে
বেঁচে থেকে জেগে রয় গর্বিত আলোর মতন।