মিছিল
বিবর্ণ বাকলে রৌদ্রহীন পরিচর্যায়
দ্বিখণ্ডিত পয়ারে
মিছিল
ভগ্নাংশ বিষয়ক জটিলতা নির্মাণে
অপেক্ষমান ধূলোর কটিতে
মিছিল
গোলাপের করোটিতে
কৌণিক সর্পের অবিলম্বিত ভূমিকায়
গলিভিত্তিক হাসপাতালে
দৈনিক অ্যাবর্সনে
প্রাতিষ্ঠানিক বন্ধ্যা যোনিতে
মিছিল
নষ্ট আত্মার নাভিমূলে
মানবিক প্রেমের ভূলুণ্ঠিত সৌরভে
সম্প্রতি আমার কবিতায়
তোমার বৈষম্যের বিরুদ্ধে
আমার রক্তাক্ত পাঁজরে
___________________