তারপর চিতা আর জল যৌবনে
ভেসে গেলো প্রাসঙ্গিক কলাকৈবল্যবাদ
নইলে কেন ফুরোচ্ছে এমন
পকেটে বেওয়ারিশ ধোঁয়া
নৈঃশব্দ্যের দেয়ালে
নইলে কেন শিল্পীত স্মৃতির ফসিল
বিনাশী জলের ঘোরে নথুরাম
উড়িয়েছে অবিশ্বস্ত চিল
তবে কি মেঘ ও পাহাড়ের যৌথ খামারে গজিয়ে উঠেছে দা- কুমড়ার
অমীমাংসিত শ্লোক
বরুণা বিশ্বাস তবে কি
নাশতার টেবিলে ছড়িয়েছে কাশফুল – অষ্টাদশী
ভয় হয় – এ বেলা মেঘ বুঝি বর্ষাবে না